৫ লাখ পাউন্ড জরিমানা দিতে রাজি হয়েছে ফেসবুক

সোশ্যাল মিডিয়ার সবচেয়ে জনপ্রিয় মাধ্যম ফেসবুক কেমব্রিজ অ্যানালিটিকা কেলেঙ্কারির জের ধরে শেষমেশ ৫ লাখ পাউন্ড জরিমানা দিতে রাজি হয়েছে। সম্প্রতি ব্রিটেনের তথ্য অধিকার সংরক্ষণবিষয়ক সংস্থা থেকে এ তথ্য জানানো হয়।

তথ্য চুরির কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের নীতিনির্ধারকদের তোপের মুখে পড়েছেন ফেসবুকের প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত বছর রাজনৈতিক দলে ব্যবহারের জন্য কেমব্রিজ অ্যানালিটিকা অনৈতিকভাবে কোটি কোটি ফেসবুক ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য সরবরাহ করেছিল। তা সামনে আসার পরপরই জরিমানা করে ব্রিটেনের তথ্য কমিশনারের কার্যালয় আইসিও।

আইসিওর উপকমিশনার জেমস ডিপল জনস্টোন বলেন, ‘ব্রিটেনের জনগণের তথ্য যে হুমকির মুখে, সে বিষয়েই আমাদের চিন্তা ছিল বেশি। ব্যক্তিগত তথ্য ও গোপনীয়তা সুরক্ষিত রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন তথ্য সুরক্ষার ব্যাপারে ফেসবুক পদক্ষেপ নিচ্ছে এবং পরবর্তীতেও নেবে, তা জানতে পেরে আমরা সন্তুষ্ট।’