চলতি মাসেই বাংলাদেশে চালু হচ্ছে পেপাল

দীর্ঘসময় অপেক্ষার পর অবশেষে বাংলাদেশে চালু হতে যাচ্ছে অনলাইন আর্থিক লেনদেন প্রতিষ্ঠান পেপাল।

আগামী ১৯ অক্টোবর বাংলাদেশ আইসিটি এক্সপো ২০১৭ এর দ্বিতীয় দিন প্রধানমন্ত্রীর তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বাংলাদেশে পেপাল সেবা উদ্বোধন করবেন বলে জানা গেছে।

সোমবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, সোনালী ব্যাংকসহ নয়টি ব্যাংকে পেপাল সেবা পাওয়া যাবে। অপার সম্ভাবনার কথা ভেবে কথা ভেবে পেপাল চালু করার সিদ্ধান্ত নিয়েছে পেপাল কর্তৃপক্ষ।

তিনি বলেন, এর মাধ্যমে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা উপকৃত হবেন। এ ছাড়া রেমিট্যান্সের হারও বাড়বে। ডিজিটাল ট্রানজেকশন বাড়বে।

পেপাল চালু হলে নয়টি ব্যাংকের ১২ হাজার শাখা থেকে পেপালের সেবা পাওয়া যাবে।

বাংলাদেশ সময় : ১৫৩৮ ঘণ্টা, ০৯ অক্টোবর,  ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/ডিএ

Scroll to Top