ইয়ামাহার তিন চাকার মোটরসাইকেল ‘নিকেন’

জাপানের বিখ্যাত অটোমোবাইল উৎপাদনকারী প্রতিষ্ঠান ইয়ামাহা উন্মুক্ত করলো তিন চাকার মোটরসাইকেল। এই সাইকেল নিয়ে সাইবার জগতে এখন আলোচনা তুঙ্গে!

ইয়ামাহা তাদের এই তিন চাকার মোটরসাইকেলের নাম দিয়েছে ‘নিকেন’। জাপানি ভাষায় ‘নি’ মানে দুই। ‘কেন’ মানে হলো তরবারি। তার মানে তিন চাকার এই বাইকটিকে জাপানিরা দুই তরবারি হিসেবে চিনবে।
\"\"
এটি একটি স্পোর্টস ঘরানার বাইক। সম্প্রতি জাপানের রাজধানী টোকিওতে অনুষ্ঠিত হয় ‘৪৫তম বার্ষিক টোকিও মোটর শো’। এই শোতে তিন চাকার এই বাইকটি প্রদর্শন করেছে ইয়ামাহা। বাইকটি তৈরিতে ইয়ামাহা লিনিং মাল্টি হুইলার প্রযুক্তি ব্যবহার করেছে।

ইয়ামাহা দাবি করছে তাদের তিন চাকার এই বাইকটি কর্নারিংয়ের জন্য আদর্শ। ট্রিপল সিলিন্ডার ইঞ্জিনের এই বাইকটির দাম বেশ চড়া। এটি শিগগিরই ইতালির মিলানে ইআইসিএমএ শোতে প্রদর্শন করা হবে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ২৬ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ