অ্যাকাউন্ট সুরক্ষায় পাসকিজ ফিচার নিয়ে এলো ইমো

অ্যাসিমেট্রিক ক্রিপ্টোগ্রাফি প্রযুক্তি ব্যবহার করে সম্প্রতি পাসকিজ ফিচার উন্মোচন করেছে ইমো। এই ফিচারের মাধ্যমে সর্বোচ্চ মানসম্পন্ন ও নিরাপদ সুরক্ষিত ব্যবস্থা নিশ্চিত করা সম্ভব হবে, যা ইমো ব্যবহারকারীদের আরও স্বাচ্ছন্দ্যে মুখমণ্ডল, আঙুলের ছাপ ও পিন ব্যবহার করে অ্যাকাউন্ট আনলক করার সুযোগ করে দেবে। 

পাসকিজ ফিচার ব্যবহারের মাধ্যমে শুধু লগইন প্রক্রিয়া ঝামেলাহীনই হবে না, পাশাপাশি লগইনের ক্ষেত্রে সেকেন্ডারি অথেনটিকেশনের প্রয়োজনীয়তাও দূর হবে। এছাড়া, এ ফিচার নিরবচ্ছিন্ন যোগাযোগ প্রক্রিয়ার নতুন মাত্রা যুক্ত করবে– ব্যবহারকারীকে আর পাসওয়ার্ড মুখস্ত রাখতে হবে না এবং দেশের বাইরেও এসএমএস কোড পাওয়া নিয়ে দুশ্চিন্তা করতে হবে না।

বৈশ্বিকভাবে অনেক প্রতিষ্ঠান এসএমএসভিত্তিক ক্লান্তিকর টু-ফ্যাক্টর অথেকটিকেশনের ঝামেলা দূর করতে পাসকিজ প্রযুক্তি ব্যবহার করছে। নতুন এ ফিচার উন্মোচনের মাধ্যমে বৈশ্বিক এ পরিবর্তনে যুক্ত হয়েছে ইমো।