১৮ জিবি র‌্যামের ফোনে ৬০ মেগাপিক্সেল ক্যামেরা

এই প্রথম বাজারে আসছে ১৮ জিবি র‌্যামের ফোন। ফোনটি তৈরি করছে টুরিং কোম্পানি। এই কোম্পানি যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোতে অবস্থিত। যারা মূলত রোবটিক্স নিয়ে কাজ করে। এর আগেও প্রতিষ্ঠানটি একটি ফোন বাজারে আনে। সেটি ছিল টুরিং ক্যাডেনজা মডেলের। এবার আসছে টুরিং মনোলিথ চ্যাকোন।

শক্তিশালী এই ফোনটিতে ৬.৪ ইঞ্চির ৪কে ডিসপ্লে থাকছে। ডিসপ্লের পিক্সেলের ঘনত্ব ৬৮৮ পিপিআই। এই ফোনটিতে ২০ মেগাপিক্সেলের দুইটি সেলফি ক্যামেরা থাকছে। এছাড়াও এর রিয়ার ক্যামেরাও চমক থাকছে। এতে ৬০ মেগাপিক্সেলের রিয়ার ক্যামকোডার ব্যবহার করা হচ্ছে।

টুরিং এই ফোনটি নিয়ে প্রথম আলোচনায় আসে ২০১৬ সালের সেপ্টেম্বরে। এতদিনে এটি পূর্ণতা পেতে যাচ্ছে। এতে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৩০ অক্টাকোর প্রসেসর ব্যবহৃত হয়েছে। এতে থাকছে ৭৬৮ জিবি বিল্টইন মেমোরি। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে মেমোরি আরও ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

চারটি ন্যানো সিম কার্ডের এই ফোনটিতে জোলা সেইলফিস অপারেটিং সিস্টেমে চলবে। ২০১৮ সাল নাগাদ এই ফোনটি বাজারে আসবে। ফোনটির প্রত্যাশিত মূল্য ২০০০ ডলার।

বাংলাদেশ সময়: ১৩৪২ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম