পাঞ্জাবে ৭ বব্বর খালসা জঙ্গি গ্রেপ্তার

বব্বর খালসা জঙ্গি গোষ্ঠীর ৭ সদস্যকে গ্রেপ্তার করল পঞ্জাব পুলিশের কাউন্টার ইন্টিজিলেন্স শাখা।

লুধিয়ানা পুলিশের সঙ্গে যৌথভাবে অপারেশন চালায় কাউন্টার ইন্টিজিলেন্স শাখা।

ধৃতদের নাম কুলদীপ সিং, জসবীর সিং, আমনপ্রীত সিং, মনপ্রীত সিং, ওমকার সিংহ, যুগরাজ সিং ও অমৃতপাল সিং। ধৃতদের কাছ থেকে ১টি ৩২ বোরোর দেশি পিস্তল, ২০টি লাইভ কার্তুজ, ৩১৫ বোরের ২টি পিস্টন বাজেয়াপ্ত করা হয়েছে।

লুধিয়ানার পুলিশ কমিশনার আর এন ধোকে বলেন, “বব্বর খালসা গোষ্ঠীর মাথা সুরিন্দর সিং বব্বর এই জঙ্গিদের আর্থিকভাবে সহায়তা করত, যাতে তারা তালিবান বিরোধী ও খালিস্তান অর্গানাইজ়েশন বিরোধীদের উপরে আক্রমণ হানতে পারে। ধৃতরা ফেসবুকের মাধ্যমে সুরিন্দর সিং বব্বরের সঙ্গে যোগাযোগ রাখত।”

ধোকে আরও বলেন, “যারা খালিস্তান বিরোধী লেখালেখি করত, তাঁদের উপরে হামলা চালানোর উদ্দেশ্য ছিল ধৃতদের। আমাদের হস্তক্ষেপ সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।”

ধৃতরা সোশাল মিডিয়ার মাধ্যমে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখত। এমনকী সোশাল মিডিয়া ব্যবহার করে নতুন লোক রিক্রুট করত।

বাংলাদেশ সময় : ২৩০০ ঘণ্টা, ৩০ সেপ্টেম্বর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ