ভারত শাসিত কাশ্মীরে আধা-সামরিক বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলা

ভারত শাসিত কাশ্মীরে আধা-সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে সন্দেহভাজন জঙ্গিরা হামলা চালিয়েছে। এতে এক হামলাকারী নিহত ও নিরাপত্তা বাহিনীর দুই সদস্য আহত হয়েছে।

আজ মঙ্গলবার দেশটির পুলিশ কর্মকর্তারা এ তথ্য জানায়। কর্মকর্তারা জানান, জঙ্গিরা ভোরে শ্রীনগরের কাছে বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) প্রধান ফটকে গ্রেনেড ছুঁড়ে মারে এবং বন্দুক হামলা চালায়। কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় প্রবেশের আগেই তারা সেখানে এ হামলা চালায়। এতে কমপক্ষে তিন জঙ্গি অংশ নেয় বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের মহাপরিদর্শক মুনীর আহমেদ খাঁন বার্তা সংস্থা এএফপিকে বলেন, আমাদের পাল্টা হামলায় একজন নিহত ও অপর দুই জন আহত হয়েছে। উল্লেখ্য, ১৯৪৭ সালে ব্রিটিশ উপনেবিশ শাসনের অবসানের পর ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরকে বিভক্ত করা হলেও দুই দেশই পুরো কাশ্মীরকে তাদের নিজেদের ভূ-খন্ড বলে দাবি করে আসছে।

এদিকে ভারতীয় কর্তৃপক্ষ জানায়, ভারত ও পাকিস্তানের সৈন্যদের মধ্যে সোমবার গুলি বিনিময়কালে দুই শিশু নিহত হয়েছে। সূত্র: এএফপি

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ০৩ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ