ইরানি নৌবাহিনীতে যুক্ত হলো নিজস্ব প্রযুক্তিতে তৈরি শক্তিশালী ড্রোন

এবার নিজস্ব প্রযুক্তিতে তৈরি নতুন ড্রোন যুক্ত হলো ইরানের নৌবাহিনীতে। সামরিক শক্তিতে নিজেদের আরও উন্নত করতে মরিয়া ইরান। ইরানি নৌবাহিনী তাদের আন্তর্জাতিক সমুদ্রসীমায় নতুন এ ড্রোন মোতায়েন করবে বলে জানা গেছে। শনিবার দেশটির নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল হুসাইন খানযাদি এক অনুষ্ঠানে নতুন এ ড্রোন উন্মোচন করেন।

বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানায়, প্যালিকান-২ নামের এ ড্রোনটি নৌবহর থেকে সহজেই টহল ও পাহারা দেওয়ার উপযোগী। চারটি মোটর ও একটি প্রপেলারে তৈরি এ ড্রোনটি প্রয়োজনে সহজেই পানিতে অবতরণ ও ভাসার যোগ্য করে তৈরি করা হয়েছে।

এছাড়া একই অনুষ্ঠানে নৌবাহিনীর জন্য নতুন ইনারশিয়াল নেভিগেশন সিস্টেম (আইএনএস) এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়ার উপযোগী জাস্ক-২ সিস্টেমের প্রদর্শন করা হয়। সাবমেরিন চলাচলে নির্দেশনার জন্য সাধারণ জিপিএস সিস্টেম যেখানে কাজ করে না, নতুন উদ্ভাবিত আইএনএস সেখানে সাবমেরিনকে চলাচলে নির্দেশনা দেবে।

অন্যদিকে জাস্ক-২ সিস্টেম সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র, টর্পেডো ছোড়ার পাশাপাশি সাবমেরিনে অগ্নিনিয়ন্ত্রণে কাজ করবে।