সংশোধিত ভোটার কার্ডে মানুষের পরিবর্তে কুকুরের ছবি!

ভোটার কার্ডে বাবার নাম ভুল ছিল। তাই ভারতের মুর্শিদাবাদের ধুলিয়ানের রামনগরের বেওয়া ২ গ্রামপঞ্চায়েতের ৪০ নম্বর বুথের এক বাসিন্দা তা সংশোধনের আবেদন করেছিলেন। তারপরে যে সংশোধিত ভোটার কার্ডটি তার হাতে এসেছে, তাতে তার বাবার নাম ঠিক হয়েছে। কিন্তু তার ছবির জায়গায় রয়েছে একটি কুকুরের ছবি।

নিজের ছবির জায়গায় কুকুরের ছবি বসায় রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সুনীল কর্মকার (৬০)। তিনি জানান, \’মানুষ হিসেবে আমাকে অপমান করা হয়েছে। আমাকে পশু হিসাবে নির্বাচন কমিশন স্বীকৃতি দিয়েছে। আমার ছবি না দিয়ে একটা কুকুরের ছবি দেওয়া হল। খুবই অপমানজনক। উপযুক্ত শাস্তি দাবি করছি।\’

বিষয়টির সত্যতা কার্যত স্বীকার করে নিয়ে ফরাক্কার বিডিও রাজর্ষি চক্রবর্তী জানান, \’বিষয়টি জানার পর খোঁজ নিয়ে দেখেছি। গত জানুয়ারি মাসের সংশোধনের জন্য যে আবেদন পত্র জমা দিয়েছিলেন তিনি তা দেখে নিয়ে নতুন ভোটার কার্ড এপ্রিল মাসে দেওয়া হবে তাকে। তাতে এই এুটি থাকবে না।\” তিনি আরও বলেন, \’এ ঘটনা উচিত নয়। কিভাবে ঘটল তা অবশ্যই দেখা হবে।\’

এদিকে, ওই বুথের দায়িত্বপ্রাপ্ত বিএলও বিনয়চন্দ্র রায় বলেন, ওই ব্যক্তি ৬ জানুয়ারি সংশোধনের জন্য ফর্ম জমা দিয়েছিলেন। পরে খসড়া ভোটার তালিকায় ভোটারের ছবির জায়গায় কুকুরের ছবি দেখে আমাকে দ্রুত ভোটারের বাড়ি গিয়ে পাসপোর্ট ছবি আনার নির্দেশ দেওয়া হয়। আমি দ্রুত গিয়ে ছবি এনে জমা দিয়েছিলাম। তা সত্ত্বেও এত বড় ভুল কী করে হল ভেবে পাচ্ছি না।