নতুন করে করোনায় আক্রান্ত ২৪ সৌদি আরবে

বিশ্বের একশটিরও বেশি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস।গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইসের আবির্ভাব ঘটে।

সৌদি আরবে নতুন করে আরো ২৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে ৪৫ জনে দাঁড়িয়েছে। বৃহস্পতিবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।

সৌদি আরবের স্বাস্থ্যমন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, নতুন করে আক্রান্তদের মধ্যে দুজন সম্প্রতি ইরাক থেকে এসেছে। এছাড়া এদের মধ্যে ১২ বছর বয়সী এক শিশু ইরানে তার দাদা থেকে সংক্রমিত হয়েছেন। ২১ বছর বয়সী আরেকজন মিশরীয় নাগরিক সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়েছেন।

এদিকে করোনা ভাইরাসের কারণে ওমান, ফ্রান্স, জার্মানি, তুর্কি, স্পেন, আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, লেবানন, সিরিয়া, ইরাক, মিসর, ইতালি এবং দক্ষিণ কোরিয়ায় নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা এনেছে সৌদি। একই সঙ্গে এসব দেশ থেকে কেউ সৌদিতে প্রবেশও করতে পারবে না।