অস্ত্র ও জ্বালানি চুক্তি করলো রাশিয়া ও সৌদি আরব

অস্ত্র এবং জ্বালানি নিয়ে চুক্তি করেছে সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

বৃহস্পতিবার (০৫ অক্টোবর) দেড় হাজার সঙ্গী নিয়ে রাশিয়া সফরে গিয়ে এ চুক্তি করেন সৌদি বাদশাহ সালমান। রাশিয়ায় কোনো সৌদি বাদশাহ’র এটাই প্রথম সফর।

আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বলছে, ৩০০ কোটি ডলারে রাশিয়ার কাছ থেকে সর্বাধুনিক বিমান প্রতিরক্ষাব্যবস্থা এস-৪০০ কিনছে সৌদি আরব। অক্টোবরের শেষের দিকে অনুষ্ঠেয় বিশ্ব বাণিজ্য সংস্থার বৈঠকের পরে এ ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষরিত হবে। আলোচনা সফল হলে, সামনে বিমান ও হেলিকপ্টার কেনার চুক্তিও হতে পারে। সৌদি অ্যারাবিয়ান মিলিটারি ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকেও এ তথ্য জানানো হয়েছে।

জ্বালানি প্রকল্প বাস্তবায়নে বৃহস্পতিবার দুই দেশের মধ্যে ১০০ কোটি ডলারেরে বিনিয়োগ চুক্তি করা হয়েছে।

এদিকে, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষার ব্যাপারেও জোর দেন সৌদি বাদশাহ। এসময় তিনি বলেন, উপসাগরীয় অঞ্চল ও মধ্যপ্রাচ্যের আভ্যন্তরীণ বিষয়ে ইরানের নাক গলানো বন্ধ করা উচিত।

ক্রেমলিনে নিজ বাসভবনে বাদশাহ সালমানকে অভ্যর্থনা জানান পুতিন। বৈঠকে পুতিন বলেন, আমি বিশ্বাস করি, আপনার সফর আমাদের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

এসময় পুতিনকে নিজের দেশে যাওয়ার আমন্ত্রণ জানান বাদশাহ সালমান।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম