করোনাভাইরাসের সৌদি রাজপরিবারের, ১৫০ জন সদস্য আক্রান্ত

প্রাণঘাতী করোনাভাইরাসের হানা যেন থামছে না। হর হামেশাই মৃত্যুর মিছিলে যুক্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এই ভাইরাসের কারণে দিশেহারা বিশ্বের বাঘা বাঘা রাষ্ট্র নায়করা। অন্যান্য দেশের মতো করোনার বিষাক্ত ছোবল পড়েছে সৌদি আরবেও। এর মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ হাজার ছাড়িয়ে গেছে। করোনার এই থাবায় বেসামাল হয়ে পড়েছে সৌদি রাজপরিবার। সৌদি রাজপরিবারের ১৫০ জনেরও বেশি সদস্য প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির প্রসিদ্ধ হাসপাতালগুলোর বিখ্যাত সব চিকিৎসক, যারা সৌদি রাজ পরিবারের সদস্যদের চিকিৎসা দিয়ে থাকেন তারা ৫শ’ বেডের একটি হাসপাতাল তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন। সেখানে রাজপরিবার ও তাদের ঘনিষ্ঠদের মধ্যে যারা করোনা সন্দেহভাজন তাদের চিকিৎসা দেয়া হবে। এ বিষয়ে ভিআইপিদের চিকিৎসার জন্যে বিশেষ নির্দেশনা পাঠানো হয়েছে। কিং ফাহাদ স্পেশালাইজড হাসপাতাল কর্তৃপক্ষ ওই বার্তায় সব জ্যেষ্ঠ চিকিৎসকদের সতর্ক থাকতে বলা হয়েছে।

এদিকে করোনা আতঙ্কে ৮৪ বছর বয়সী সৌদি বাদশাহ সালমান জেদ্দা শহরের কাছে এক দ্বীপে নিজেকে আইসোলেশনে রেখেছেন। পাশাপাশি তার ছেলে যুবরাজ মোহাম্মদ বিন সালমান (৩৪) একই উপকূলে এক দুর্গম স্থানে নিজ মন্ত্রীদের সঙ্গে অবস্থান করছেন।

উল্লেখ্য, ২ মার্চ সৌদিতে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে। এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪১।