চীনে ফের বাড়ছে সংক্রমণ, আক্রান্ত ১০৮

করোনাভাইরাস মহামারির প্রথম ধাক্কা কাটিয়ে উঠেছিল চীন। কিন্তু গত কয়েক সপ্তাহে আবারও বাড়তে শুরু করেছে এর সংক্রমণ। বিশেষজ্ঞরা একে বলছেন, মহামারির দ্বিতীয় ঢেউ। আর এর সবশেষ ঢেউয়ে আক্রান্ত হয়েছেন আরও শতাধিক মানুষ।

রোববার চীনে নতুন করে ১০৮ জনের শরীরে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়েছে। গত পাঁচ সপ্তাহের মধ্যে দেশটিতে এটাই একদিনে সর্বোচ্চ আক্রান্তের ঘটনা। এর আগে, শনিবারও সেখানে রোগী শনাক্ত হয়েছিলেন অন্তত ৯৯ জন।

চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন জানায়, নতুন আক্রান্তদের মধ্যে ৯৮ জনই বাইরে থেকে আসা। এদের মধ্যে ৪৯ জন চীনা নাগরিক যারা রাশিয়া থেকে হেইলংজিয়াং প্রদেশে ফিরেছে তারা করোনায় আক্রান্ত।

চীনে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮২ হাজার ১৬০ জন, মারা গেছেন ৩ হাজার ৩৪১ জন। আর সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৭৭ হাজারেরও বেশি মানুষ