ভারতের শীর্ষ ধনীদের কার কত সম্পদ

ভারতীয় ব্যবসায়ীদের নিয়ে নতুন একটি তালিকা প্রকাশ করেছে ফোর্বস ম্যাগাজিন। সেখানে ধনীদের তালিকায় ভারতে শীর্ষে ফের মুকেশ অম্বানি। টানা ৯ বছর তিনি এই স্থানে।

তালিকায় শীর্ষে থাকা রিলায়েন্স কর্ণধারের মোট সম্পত্তির পরিমাণ ২ হাজার ২৭০ কোটি মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে রয়েছেন ওষুধ প্রস্তুতকারী সংস্থা ‘সান ফার্মাসিউটিক্যালস’র দিলীপ সাংভি। তার মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৬৯০ কোটি মার্কিন ডলার। তৃতীয় স্থানে আছে ‘হিন্দুজা গ্রুপ অব কোম্পানিজ’। তাদের মোট সম্পত্তি ১ হাজার ৫২০ কোটি মার্কিন ডলার। আগে তৃতীয় স্থানে থাকলেও এবার চতুর্থ স্থানে নেমে এসেছেন ‘উইপ্রো’র চেয়ারম্যান আজিম প্রেমজি। ‘সাপুরজি পালোনজি গ্রুপ’র পালোনজি মিস্ত্রি পঞ্চম স্থানে। তবে এবারের ফোর্বসের ১০০ জনের তালিকায় সব থেকে বড় চমক হল ‘পতঞ্জলি আয়ুর্বেদে’র আচার্য বালকৃষ্ণের। তার মোট সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি মার্কিন ডলার। সংস্থার ৯৭ শতাংশের অংশীদার তিনি। তালিকায় ৪৮তম স্থানে রয়েছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, ০৭ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/সাদ