ঘরে খাবার নেই, পাঁচ সন্তানকে নদীতে ফেলে দিলেন অসহায় এক মা

করোনাভাইরাসের প্রভাব পড়েছে ভারতেও। লকডাউনের ফলে আয়ের পথ বন্ধ হয়ে গিয়েছিল। খাদ্যের অভাবে মা ও সন্তানদের অনাহারে দিন কাটছিল। সংসারে নুন আনতে পান্তা ফুরোয় অবস্থা। এর মধ্যে কয়েকদিন ধরে চলা লকডাউনের ফলে আয়ের পথ সম্পূর্ণ বন্ধ। ঘরে যেটুকু খাবার ছিল এই কয়েকদিনে তাও ফুরিয়ে গেছে। খাবারের জোগাড় করতে না পেরে পাঁচ সন্তানকে নদীতে ফেলে দিলেন অসহায় এক মা। ভারতের উত্তরপ্রদেশের ভাদোলি জেলায় রবিবার ঘটেছে এই মর্মান্তিক ঘটনা।

এদিকে, পুলিশের কাছে খবর যাওয়ার মুহূর্তের মধ্যে প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। শিশুদের খোঁজে গঙ্গায় শুরু হয়েছে তল্লাশি। অভিযুক্ত নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি মানসিকভাবে অসুস্থ বলে জানিয়েছে পুলিশ।

যদিও সূত্র জানাচ্ছে, অভিযুক্ত মহিলা একজন দিন আনা দিন খাওয়া মজুর। লকডাউনের ফলে উপার্জন সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছিল। যেটুকু সঞ্চিত অর্থ ও খাবার ছিল তাও শেষ হয়ে যায়। ফলে তাঁর ও সন্তানদের অনাহারে দিন কাটছিল। ক্ষুধার্ত সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরেই তিনি তাদের গঙ্গায় ফেলে দেন ওই মহিলা স্থানীয়দের জানিয়েছিলেন।