করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ডোনাল্ড ট্রাম্পের বন্ধুর মৃত্যু

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বন্ধু ও তার দল রিপাবলিকান পার্টির অন্যতম অর্থ জোগানদাতা স্ট্যানলি চেরা। রোববার তার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন হোয়াইট হাউসের এক কর্মকর্তা। তার বয়স হয়েছিল ৮০ বছর।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ মার্চ হাসপাতালে ভর্তি হয়েছিলেন চেরা। ২৯ মার্চ অবস্থার অবনতি হয়ে কোমায় চলে যান তিনি। প্রায় ১৫ দিন কোমায় থেকে রোববার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন চেরা।

গত বছর নিউইয়র্ক সিটি ভেটেরান’স ডে প্যারেডে ট্রাম্পকে ‘ঘনিষ্ঠ বন্ধু’ বলে প্রথম উল্লেখ করেছিলেন চেরা। এর পর একই বছর মিশিগানের গ্র্যান্ড রাপিড র্যালিতে চেরাকে প্রিয় বন্ধু বলে পরিচয় করিয়ে দেন ট্রাম্প।

নাম প্রকাশ না করার শর্তে রবিবার হোয়াইট হাউসের এক কর্মকর্তা চেরার পরিচয় এবং রাষ্ট্রপতির সঙ্গে তার সম্পর্কের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে করোনায় যুক্তরাষ্টে এখন পর্যন্ত ৫ লাখ ৬০ হাজার ৪৩৩ জন আক্রান্ত হয়েছেন। প্রাণহানির ঘটনা ঘটেছে ২২ হাজার ১১৫ জনের। আর সুস্থ বাড়ি ফিরেছেন ৩২ ৬৩৩ জন।