২৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার সরকার

বার্মিজ নববর্ষ উপলক্ষে ২৫ হাজার কারাবন্দীকে মুক্তি দিচ্ছে মিয়ানমার সরকার। এসব কারাবন্দীদের মুক্তি দেওয়ার পেছনে কারাগারে করোনা সংক্রমিত হওয়ার আতঙ্ক অন্যতম কারণ।

মিয়ানমারের প্রেসিডেন্ট উইন মিন্ট জানান, দেশটি জুড়ে কারাগারগুলো থেকে ২৪ হাজার ৮৯৬ জন বন্দীকে নিঃশর্ত মুক্তি দেয়া হবে। তাদের মধ্যে ৮৭ জন বিদেশি নাগরিক।

উল্লেখ্য, মিয়ানমারে ৮৫ জন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার। এর মধ্যে মারা গেছে ৪ জন।