সোলাইমানি হত্যা: একযোগে ৪০০ মার্কিন স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান

ইরানের শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানি হত্যার প্রতিশোধ হিসেবে একযোগে ৪০০ মার্কিন স্থাপনায় হামলার প্রস্তুতি নিয়েছিল ইরান। ইরাকে যুক্তরাষ্ট্রের অবস্থানে ইরানের হামলার পর যদি যুক্তরাষ্ট্র পাল্টা হামলা চালাতো তাহলে একযোগে এসব স্থাপনায় হামলা করতো ইরান।

সম্প্রতি ইরানের একটি টেলিভিশন চ্যানেলকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর অ্যারোস্পেস ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিযাদে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরাকে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি আইন আল-আসাদে ইরানি ক্ষেপণাস্ত্র হামলার পর যদি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে পাল্টা হামলা চালাত তাহলে প্রথম ধাপেই এ অঞ্চলে ৪০০টি মার্কিন অবস্থানে তাৎক্ষণিকভাবে হামলা চালাত ইরান।

চলতি বছরের ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে রকেট হামলা চালিয়ে ইরানের আল-কুদস ফোর্সের প্রধান ও বিপ্লবী গার্ডস বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাসেম সোলাইমানি ও ইরাকের মিলিশিয়া নেতা আবু মাহদি আল মুহানদিসকে হত্যা করা হয়। এ ঘটনায় প্রতিশোধ হিসেবে ইরাকে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালায় ইরান।

ইরাকে অবস্থিত দুইটি মার্কিন বিমান ঘাঁটিতে ১২টির বেশি ব্যালেস্টিক মিসাইল হামলা হয়েছে বলে জানায় যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। এ হামলা বহু হতাহতের ঘটনা ঘটে।