রুশ-বিরোধী নিষেধাজ্ঞা তুলতে সৌদি দূতিয়ালি

সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল-জুবায়ের বলেছেন, রাশিয়ার ওপর আরোপিত মার্কিন ও ইউরোপীয় নিষেধাজ্ঞা খুব শিগগিরই উঠে যাবে। মস্কো সফররত জুবায়ের শনিবার রাশা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এই আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, “আমরা আশা করছি রাশিয়া ও আন্তর্জাতিক সমাজের মধ্যে একটি সংলাপের আয়োজন করা যেতে পারে যেখানে দু’পক্ষ নিজেদের মধ্যকার মতপার্থক্য দূর করতে পারবে। এবং আমি আশা করছি খুব শিগগিরই এ ঘটনা ঘটবে।”

জুবায়ের রাশিয়াকে সৌদি আরবের ‘বন্ধুরাষ্ট্র’ হিসেবে উল্লেখ করে বলেন, মস্কোর সঙ্গে সকল ক্ষেত্রে সহযোগিতা বাড়াতে আগ্রহী রিয়াদ। মধ্যপ্রাচ্যের চলমান ঘটনাপ্রবাহে রাশিয়ার ভূমিকার প্রশংসা করে আদেল আল-জুবায়ের বলেন, সৌদি-রাশিয়া সহযোগিতা মধ্যপ্রাচ্যের বহু সমস্যার সমাধান করবে বলে তিনি বিশ্বাস করেন।

রাশিয়া ২০১৪ সালে ইউক্রেনের ক্রিমিয়া প্রজাতন্ত্রকে রুশ ফেডারেশনে অন্তর্ভুক্ত করার পর মস্কোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ