ট্রাম্পের হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিবেকবুদ্ধি নেই: আলেইদা গুয়েভারা

কিউবা কমিউনিস্ট বিপ্লবের অন্যতম নায়ক চে গুয়েভারার মেয়ের আশঙ্কা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘উন্মত্ততা’ মনাবজাতিকেই না ‘ধ্বংস’ করে দেয়।

চে’র বড় মেয়ে ডক্টর আলেইদা গুয়েভারা সাধারণত তার পরিবারের মুখপাত্র হিসেবে কাজ করেন। তার অভিযোগ, জনশক্তিকে দমিয়ে দিতে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধকে ব্যবহার করছে।

কিউবার রাজধানী হাভানায় একটি সাক্ষাৎকারে আলেইদা বলেছেন, ‘মানবজাতিকে ধ্বংস করার মতো প্রচুর ক্ষমতা রয়েছে ট্রাম্পের হাতে, এবং আমরা এই মানবজাতিরই অঙ্গ। এটাই সমস্যা যে, তার হাতে ক্ষমতা রয়েছে, কিন্তু বিবেকবুদ্ধি নেই’।

আগামী ১০ বছর পর কিউবাকে তিনি কীভাবে দেখছেন, এই প্রশ্নের জবাবে ৫৭ বছরের আলেইদা বলেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমান প্রেসিডেন্টের উন্মত্ততার ওপর অনেক কিছুই নির্ভর করছে’।

ট্রাম্পের প্রসঙ্গ উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা বুঝছি না বা আমরা বুঝতে চাইছি না যে, আমাদের বিশ্বকে আমরাই ধ্বংস করছি.. সেই ধ্বংসের আগে আমাদের মধ্যে রয়েছে একটা অভাবনীয় আলস্য এবং তার মতো উন্মত্ত ব্যক্তি ক্ষমতায় রয়েছেন, যা পরিস্থিতি আরও জটিল করে তুলেছে’।

আলেইদা বলেছেন, এই অবস্থা থেকে সবাইকে জেগে উঠতে হবে। কারণ, হাতে খুব বেশি সময় নেই।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ০৮ অক্টোবর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসএফ