করোনাঃ দীর্ঘদিন পর খুলে দেওয়া হলো ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড

খুলে দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অবস্থিত বিখ্যাত থিম পার্ক ওয়াল্ট ডিজনি ওয়াল্ড। করোনা সত্ত্বেও ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডে শনিবার ভিড় জমিয়েছে শতাধিক মানুষ। এছাড়া ডিজনি হলিউড স্টুডিও আগামী ১৫ জুলাই থেকে চালু করার কথা রয়েছে।

থিম পার্কে প্রবেশের ক্ষেত্রে অবশ্যই নিয়ম কানুন মেনে চলতে হবে। দ্য ওয়াল্ট ডিজনি কম্পানি তার অতিথি ও কর্মীদের নিরাপত্তা ও কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। মহামারীর পরিপ্রেক্ষিতে এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ ও সরকারি কর্মকর্তাদের দেয়া নির্দেশনা অনুসারে ডিজনিল্যান্ড রিসোর্ট, ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ড রিসোর্ট ১৪ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয়।

করোনায় এখন পর্যন্ত ফ্লোরিডাতে ৪ হাজার ১৯৭ জন জনের প্রাণহানি হয়েছে।