যুক্তরাষ্ট্রে ভোটের পর আরও ভয়াবহ করোনা

গত ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হয়ে গেল প্রেসিডেন্ট নির্বাচন। যদিও এখনও পর্যন্ত চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে পারেনি দেশটি। তবে এই ভোটের পর করোনা মহামারীর দ্বিতীয় ঢেউয়ে দেশটিতে ভয়াবহ সংক্রমণ শুরু হয়েছে।

আজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আরও ১ লাখ ৪২ হাজার ৮০৮ জন সংক্রমিত হয়েছে। একই সময়ে মারা গেছেন ১ হাজার ৪৭৮ জন। আমেরিকায় মোট করোনা শনাক্ত ১ কোটি ৭ লাখ ৮ হাজার ছাড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ২ লাখ ৪৭ হাজার ৩৯৭ জন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে শনাক্তে একের পর এক রেকর্ড গড়ে যাচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট নির্বাচনের পর থেকে দেশটিতে দৈনিক সংক্রমণ লাখের ওপরে রয়েছে।

এর আগের দিনও যুক্তরাষ্ট্রে ১ লাখ ৩৫ হাজার জন সংক্রমিত হয়েছেন। একই সময়ে মারা গেছেন প্রায় সাড়ে ১৩শ’ জন।

এদিকে দৈনিক সংক্রমণ ২ লাখ স্পর্শ করতে পারে বলে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের কোভিড-১৯ উপদেষ্টা বোর্ডের সদস্য এপিডেমিওলজিস্ট মাইকেল অস্টারহোম সতর্ক করেছেন।

তিনি বলেন, “প্রস্তুত থাকুন। আমরা দৈনিক সংক্রমণ ২ লাখ বা তার বেশি স্পর্শ করতে যাচ্ছি। হাসপাতালগুলোতে আমাদের প্রস্তুতি নিতে হবে।”