আবারও রাজপথে নেমেছে অ্যালেক্সেই নাভালনির সমর্থকরা

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সেই নাভালনি কারাগারে রয়েছেন। মুক্তির দাবিতে রাশিয়ার বিভিন্ন স্থানে রবিবার ফের বিক্ষোভ শুরু করেছে তার সমর্থকরা। এদিকে, বিক্ষোভ দমাতে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী মস্কোতে সাধারণ মানুষের গতিবিধি কঠোরভাবে নিয়ন্ত্রণ করছে। এছাড়া মেট্রো স্টেশনগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভের কারণে বহু রেস্তোরাঁ ও দোকান বন্ধ থাকবে। পরিবহন ব্যবস্থায় পরিবর্তন আনা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৭ জানুয়ারি নাভালনি গ্রেফতার হন। সেই ঘটনায় গত সপ্তাহে রাশিয়া জুড়ে বিক্ষোভ করে তার সমর্থকরা। বিক্ষোভে অংশ নেওয়ায় ৪ হাজার ব্যক্তিকে গ্রেফতার করা হয়।

গত বছর নার্ভ এজেন্ট প্রয়োগে নাভালনিকে হত্যার চেষ্টা করা হয়েছিল। রাশিয়ায় এ হত্যা চেষ্টা করা হয়। পরে রাশিয়া থেকে তাকে জার্মানি নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। সুস্থ হয়ে নিজ দেশে ফিরে গ্রেফতার হয়েছেন নাভালনি।