২০ দেশের নাগরিকদের সৌদি প্রবেশে নিষেধাজ্ঞা, তালিকায় নেই বাংলাদেশ

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে ২০ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটির কর্তৃপক্ষ। ‍ওই ২০ দেশের কূটনৈতিক, স্বাস্থ্যসেবী এবং তাদের পরিবারসহ কেউ এখন আর সৌদি আরবে প্রবেশ করতে পারবে না।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি আনুষ্ঠানিক সূত্রের বরাত দিয়ে এমন খবর প্রকাশ করেছে দেশটির এক সরকারী সংবাদ সংস্থা। তালিকায় থাকা দেশগুলো হলো- আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, জার্মানি, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, ইতালি, পাকিস্তান, ব্রাজিল, পর্তুগাল, যুক্তরাজ্য, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা, সুইডেন, সুইজারল্যান্ড, ফ্রান্স, লেবানন, মিশর, ভারত ও জাপান।

স্থানীয় সময় বুধবার রাত ৯টা থেকে এই পদক্ষেপ কার্যকর হবে। সৌদি কর্তৃপক্ষ বলছে, দেশটিতে করোনার বিস্তার রোধে সতর্কতার অংশ হিসেবে এমন পদক্ষেপ নেয়া হয়েছে। ওই সূত্রটি থেকে জানা যায়, যেকোনো পর্যটক বা ভ্রমণকারী যদি এই ২০টি দেশ হয়ে সৌদি আরবে আসে তাদের ক্ষেত্রেও এই বিধিনিষেধ কার্যকর হবে। তবে সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে তাদের অনুরোধ করতে হবে। আর সৌদি প্রবেশের পর ১৪ দিনের বিধিনিষেধও মানতে হবে।