আল আকসার খতিবকে আটকের পর যে কারণে ছেড়ে দিল ইসরায়েল

পশ্চিম এশিয়া তথা মধ্যপ্রাচ্যের রাষ্ট্র ইসরায়েলি সেনারা মুসলিমদের তৃতীয় সম্মানিত স্থান আল আকসা মসজিদের খতিব শায়খ ইকরামা সাবরিকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দিয়েছে। পূর্ব জেরুজালেমের নিজ বাড়িতে গতকাল মঙ্গলবার অভিযানের পর তাকে আটকের কয়েক ঘণ্টা পর ছেড়ে দেওয়া হয়। খবর আনাদোলু এজেন্সির।

জানা গেছে, জেরুজালেমের বাব আর রহমাহ এলাকায় ইসরা ও মেরাজ বিষয়ক আলোচনায় অংশগ্রহণে বাধা দিতেই নাকি সাবরিকে আটক করা হয়। তাকে ছেড়ে দেওয়ার পর গণমাধ্যমকে এমনটাই জানানো হয়েছে।

শায়খ সাবরি অভিযোগ করে বলেছেন, তাকে তুচ্ছ ঘটনায় আটক করা হয়। তার বিরুদ্ধে আল আকসা মসজিদ সংলগ্ন বাব আর রহমাহ গেইট বন্ধ করা বিষয়ে ইসরায়েলি আদালতের নির্দেশনা লঙ্ঘনের অভিযোগ তোলা হয়।

আল আকসার খতিব আরও জানান, আমি ইসরায়েলের নিরাপত্তা কর্মীদের জানিয়েছি যে আল আকসা মসজিদ এখন নামাজের জন্য উম্মুক্ত। তাই এর যেকোনো স্থানে ধর্মীয় অনুষ্ঠান হতে পারবে। এখানে এমন কিছু ঘটেনি যে কারণে নিরাপত্তা কর্মীরা আমাকে আদালতে নিতে পারে।