নিজের \’পাইলট\’ নামের রহস্য জানালেন ক্রিকেটার খালেদ মাসুদ

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে বাংলাদেশ টানা তৃতীয় হারের স্বাদ পেল। ভারতের রায়পুরে গতকাল বুধবার (১০ মার্চ) রাতে শ্রীলঙ্কা লিজেন্ডসের কাছে ৪২ রানে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস। আগে ব্যাট করে লঙ্কানদের করা ১৮০ রানের জবাবে ১৩৮ রান করে বাংলাদেশ।

ম্যাচ চলাকালে বাংলাদেশের ইনিংসের সময় যখন মেহরাব হোসেন অপি ও নাজিমউদ্দিন ব্যাট করছিলেন তখন ধারাভাষ্যকাররা যুক্ত হন খালেদ মাসুদের পাইলটের সাথে। এসময় নিজের \’পাইলট\’ নামের রহস্য জানালেন বাংলাদেশের দলের সাবেক এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ধারাভাষ্যকাররা যখন খালেদ মাসুদের কাছে তার \’পাইলট\’ নামের রহস্য জানতে চান তখন তিনি বলেন, আমার ডাক নাম পাইলট। ছোটবেলায় আমার মামা আমাকে এই নামটি দিয়েছিলেন। মামা চেয়েছিলেন আমি যেন বড় হয়ে পাইলট হই। এজন্যই এই নাম। কিন্তু আমি পাইলট হইনি, হয়েছি ক্রিকেটার।