করোনা মহামারির শুরু থেকেই ভিন্ন পথে হাঁটছে সুইডেন

করোনাভাইরাসের শুরু থেকেই ভিন্ন পথে হাঁটছে সুইডেন। দেশটিতে সরকারি ছুটি বাদে একদিনের জন্যও বন্ধ হয়নি ডে কেয়ার সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো। করোনাভাইরাসের এমন অস্বাভাবিক সংক্রমণের মাঝেও শিশুদের আক্রান্তের খবরও শোনা যায়নি দেশটিতে।

প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে দেশে দেশে লকডাউন আর স্কুল কলেজ বন্ধ ঘোষণা করা হলেও ব্যতিক্রম উত্তর ইউরোপের দেশ সুইডেন। সুইডেনে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে পাঠদান অনলাইনে করা হলেও ডে কেয়ার সেন্টার এবং প্রাথমিক বিদ্যালয়গুলো স্বাভাবিক নিয়মেই খোলা রাখা হয়। যা জরুরি সেবায় নিয়োজিত অভিভাবকদের নির্বিঘ্নে কাজকর্ম চালিয়ে যাওয়া এবং শিশুদের সুস্থ বিকাশে সহায়ক হচ্ছে।

উল্লেখ্য, দেশে-বিদেশে নানা সমালোচনার পরও বরাবরই স্বল্পমেয়াদি বিধিনিষেধ আরোপ করে করোনা পরিস্থিতি মোকাবিলা করে আসছে সুইডেন। দেশটিতে রাত ৮টা ৩০ থেকে সকাল ৫টা পর্যন্ত বার রেস্টুরেন্ট বন্ধ রাখতে বলা হয়েছে।