বাংলাদেশকে নিয়ে বিজেপি নেতা অমিত শাহ’র তীর্যক মন্তব্য!

দক্ষিণ এশিয়ার রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ভোটকে কেন্দ্র করে বিজেপি বাংলাদেশকেই বারবার তীরবিদ্ধ করছে। অন্যদিকে গেরুয়া শিবির ভোটে কালো টাকা ব্যবহার করছে বলে আবারও অভিযোগ তুলেছেন তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ মঙ্গলবারও (২৩ মার্চ) দক্ষিণ ২৪ পরগনা জেলার নির্বাচনী সভায় যোগ দিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মমতার বিরুদ্ধে অনুপ্রবেশকারীদের আশ্রয়-প্রশয় দিয়ে ভোটব্যাংক বানানোর অভিযোগ তোলেন। এ নিয়ে বাংলাদেশের দিকেই ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন তিনি।

আমিত শাহ বলেন, ‘বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে অনুপ্রবেশকারী তো দূরের কথা, একটি পাখিও ঢুকতে পারবে না।’

তবে বসে নেই তৃণমূলও। পুরুলিয়ায় এক জনসভায় বিজেপির বিরুদ্ধে নির্বাচনে কালো টাকা ব্যবহার, ইভিএম লুট করে ক্ষমতা দখলের ষড়যন্ত্র আর বিজেপি শাসিত রাজ্য থেকে পুলিশ এনে ভোটলুট করার আশঙ্কামূলক অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

এ অবস্থায় প্রার্থী তালিকা নিয়ে গেরুয়া শিবিরের জটিলতা কাটছেই না। উত্তর কলকাতার ঠিকানায় জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী নতুন ভোটার হিসেবে নাম নথিভুক্ত করলেও বিজেপির চূড়ান্ত প্রার্থী তালিকায় তার নাম নেই। এতে হতাশ ফাটাকেষ্ট ভক্তরা।