যৌথ নৌমহড়ায় পাকিস্তান-কাতার

যৌথ নৌমহড়া চালিয়েছে দক্ষিণ এশিয়ার রাষ্ট্র পাকিস্তান ও পারস্য উপসাগরের দেশ কাতার। পাকিস্তানের নৌবাহিনী জানিয়েছে, সোমবার কাতারের হামাদ বন্দর এলাকায় এই মহড়া চালানো হয়েছে।

তুরস্কের আনাতুলি বার্তা সংস্থা এসব তথ্য জানিয়েছে। এই মহড়ায় কাতারের তিনটি জাহাজ ও বিমান এবং পাকিস্তানের দু\’টি জাহাজ অংশ নিয়েছে।

পাকিস্তানের নৌবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, দুই দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতা ও সম্পর্ক জোরদার করতেই এই মহড়ার আয়োজন করা হয়েছিল। গত মাসেও কাতার, পাকিস্তান, আমেরিকা, জাপান, ওমান ও রাশিয়া এডেন উপসাগর ও আরব মহাসাগরের উত্তর অংশ যৌথ নৌমহড়া চালিয়েছে।

এছাড়া সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আমজাদ খান নিয়াজি কাতার সফর করেছেন। এ সময় কাতারের সামরিক কর্মকর্তাদের সঙ্গে তিনি বৈঠক করেন।

পাকিস্তান ও কাতারের মধ্যে সম্পর্ক আগের চেয়ে জোরদার হয়েছে।