সমালোচনার মুখে শরণার্থী নিয়ে অবস্থান পাল্টালেন প্রেসিডেন্ট বাইডেন

শরণার্থী অনুমোদনের সীমা বাড়ানো হবে বলে জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সমালোচনার মুখে নিজের অবস্থান পাল্টে এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যমগুলো।

বার্তা সংস্থা রয়টার্স জনায়, শুক্রবার (১৬ এপ্রিল) শরণার্থী প্রবেশে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বেঁধে দেওয়া সংখ্যা ১৫ হাজারে সীমিত রাখার অনুমোদন দিয়েছিলেন বাইডেন। এরপরেই সংখ্যা সীমিত রাখার সীমা নির্ধারণ করে দেয়ায় সমালোচনার মুখে পড়েন বাইডেন। পরে শনিবার (১৭ এপ্রিল) ডেলাওয়ারে সাংবাদিকদের বাইডেন জানান, বেঁধে দেওয়া সীমা বাড়াবেন তিনি।

এদিকে বাইডেনের সমালোচনা শুরু পর শুক্রবার হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি জানান, তিনি (প্রেসিডেন্ট) এই সংখ্যা বাড়াতে পারেন।

জেন সাকি বলেন, ‘শরণার্থী সংখ্যার সীমা বাড়িয়ে চূড়ান্ত একটি সংখ্যা নির্ধারণ করবেন প্রেসিডেন্ট। তার প্রাথমিক লক্ষ্য ৬২ হাজার ৫০০ নাও হতে পারে।’

এর আগে গত ফেব্রুয়ারিতে পররাষ্ট্র দপ্তরে এক ভাষণে আগামী অর্থবছরে শরণার্থী সংখ্যা বাড়িয়ে এক লাখ ২৫ হাজার করার প্রতিশ্রুতি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।