বিধানসভা নির্বাচনঃ তৃতীয় রাউন্ডের গণনা শেষে এগিয়ে তৃণমূল

বিশ্বের সপ্তম বৃহত্তম রাষ্ট্র ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটে ফলাফলে চরম উন্মাদনা শুরু হয়েছে। ইভিএম খুলতেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হয়ে গেছে।

সবেমাত্র তৃতীয় রাউন্ডের ভোট গণনা শেষ হয়েছে। এখনও বাকি ১৭ থেকে ১৮ রাউন্ড। বিধানসভার মোট আসন ২৯৪টি থাকলেও নির্বাচনের মধ্যে দুই প্রার্থীর মৃত্যু হওয়ায় দুটি আসনের নির্বাচন স্থগিত হয়। ২৯২ আসনের মধ্যে রাজ্যে তৃণমূল এগিয়ে রয়েছে ১৯০ আসনে। বিজেপি ৯৪ আসনে এবং সংযুক্ত মোর্চা এগিয়ে ৫টিতে।

তবে ভিভিআইপি সিটগুলোয় থেকে থেকে আগুপিছু হচ্ছে ফলাফল। রাজ্যের সবচেয়ে হাইভোল্টেজ কেন্দ্র পশ্চিম মেদিনীপুরের নন্দীগ্রাম। সেখানে বেলা ১০টার খবর অনুযায়ী মমতা বন্দ্যোপাধ্যায় ৮ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন বিজেপির শুভেন্দু অধিকারীর থেকে।

অপরদিকে দক্ষিণ কলকাতার ভবানীপুরে এগিয়ে আছে বিজেপির রুদ্রনীল ঘোষ। উত্তর ২৪পরগনাতেও দফায় দফায় পরিবর্তন হচ্ছে। সকালের দিকে অধিকাংশ আসনে এগিয়ে ছিল তৃণমূল। তবে ধীরে ধীরে কয়েকটিতে এগিয়ে যাচ্ছে বিজেপি। এখনও পর্যন্ত ৩৩টি আসনের মধ্যে ১৪টি এগিয়ে তৃণমূল।

পিছিয়ে রয়েছেন কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়। তৃণমূল প্রার্থী অভিনেতা কাঞ্চন মল্লিক হাওড়ার উত্তরপাড়ায় এগিয়ে। এগিয়ে আছে পূর্ব মেদিনীপুরে অভিনেত্রী জুন মালিয়। টালিগঞ্জে ১২ হাজার ভোটে পিছিয়ে বিজেপির বাবুল সুপ্রিয়। পিছিয়ে রয়েছেন বিজেপির শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী সঙ্গীত শিল্পী অদিতি এবং সোহম। পিছিয়ে তৃণমূল প্রার্থী অভিনেত্রী সায়নী, অভিনেতা চিরঞ্জিৎ।