বিধানসভা নির্বাচনঃ নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন মমতা

পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে ফের পিছিয়ে গেলেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা-সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট গণনার শুরু থেকেই পিছিয়ে ছিলেন তিনি।

তবে একাদশ রাউন্ডের শেষে ৩৩২৭ ভোটে এগিয়ে যান মমতা। দ্বাদশ রাউন্ডের শেষে ফের এগিয়ে গিয়েছেন তার প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারী। দ্বাদশ রাউন্ড শেষে শুভেন্দুর ভোট ৭৯ হাজার ৯০। অন্যদিকে মমতা পেয়েছেন ৭৪ হাজার ৬৯১ ভোট। প্রায় সাড়ে ৪ হাজার ভোটে পিছিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ রোববার (০২ মে) পুরো পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চললেও বাড়তি নজর নন্দীগ্রামের দিকে। গোটা দেশই তাকিয়ে রয়েছে তৃণমূলের আন্দোলন ভূমির দিকে।

ভোট গণনায় সামগ্রিকভাবে এগিয়েই রয়েছে তৃণমূল। দুপুর ২টা পর্যন্ত ২০৭ আসনে এগিয়ে রয়েছে তারা। কিন্তু তাদের কড়া টক্কর দিচ্ছে বিজেপি। ৮১ আসনে এগিয়ে রয়েছে তারা। সংযুক্ত মোর্চা এগিয়ে রয়েছে দুটিতে, বাকি দুই আসনে এগিয়ে অন্যান্য।