নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে মিঠুন ঢোড়া সাপ!

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে অভিনেতা মিঠুন চক্রবর্তী প্রার্থী না হয়েও বেশ আলোচনায় ছিলেন। বিভিন্ন রাজনৈতিক সমাবেশে ফিল্মি ডায়ালগ দিলেও পশ্চিমবঙ্গের ভোটারদের তাতে মন গলেনি। তারা ভোটের ফলাফলে বুঝিয়ে দিলেন, মিঠুনের ডায়লগ কেবল ফিল্মেই চলে ভোটে নয়।

নানা ফিল্মি ডায়ালগ দিয়ে প্রচারণার শুরু থেকেই ভোটের মাঠ গরম করেছিলেন মিঠুন চক্রবর্তী। তাকে বলতে শোনা যায়, “আমি জলঢোরাও নই, বেলেপোড়াও নই, আমি একটা কোবরা। আমি জাত গোখরো। এক ছোবলেই ছবি।” মিঠুন নিজেকে জাত গোখরো ভাবলেও ভোটারদের কাছে কিন্তু তিনি ঢোড়া সাপ। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিপুল ব্যবধানে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বলতে গেলে তেমন পাত্তা পায়নি বিজেপি।

প্রসঙ্গত, দীর্ঘদিন মিঠুন তৃণমূল কংগ্রেসের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। দলের পক্ষ থেকে রাজ্যসভার সদস্যও করা হয় তাকে। কিন্তু চিটফান্ড মামলায় নাম জড়ানোর কারণে রাজনীতির মাঠ থেকে সরে দাঁড়ান এই অভিনেতা। দল পাল্টে নতুন করে আবারো রাজনীতির মাঠে নেমেছিলেন। কিন্তু তাতে বিশেষ সুবিধা করতে পারলেন না তিনি।