ইসরাইল গত সাতদিনে রেকর্ড সংখ্যক রকেট হামলার শিকার

চলমান সংঘাতে ইসরাইল গাজা উপত্যকা থেকে রেকর্ড সংখ্যক রকেট হামলার শিকার হয়েছে। ইসরাইল আর্মি জানিয়েছে, গত সোমবার (১০ মে) থেকে রোববার (১৬ মে) এই সাতদিনে হামাস বাহিনী ইসরাইলের দিকে রকেট ছুঁড়েছে ৩ হাজার।

আর্মি মেজর জেনারেল ওরি গোর্দিন জানান, ২০১৯ ও ২০০৬ সালে লেবাননের হিযবুল্লাহর সঙ্গে যুদ্ধেও এতো রকেট হামলা করা হয়নি। একটি গ্রাফিকের মাধ্যমে ইসরাইলের কমান্ডার রকেট হামলার অতীত ও বর্তমান চিত্র তুলে ধরে এসব তথ্য জানান।

ইসরাইলি বিমান বাহিনীর বোমা হামলায় ফিলিস্তিনের গাজায় রোববার (১৬ মে) ভোরে আরও ৩৩ জন ফিলিস্তনি নিহত হয়েছেন। এ নিয়ে টানা সপ্তম দিনের মতো দখলদার বাহিনীর হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮১ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫২ শিশু ও ৩১ নারী রয়েছে।

মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে, ইসরাইলের হামলায় এ পর্যন্ত ১ হাজার ২২৫ জন আহত হয়েছেন। অন্যদিকে হামাসের অব্যাহত রকেট হামলায় ২ শিশুসহ ১০ জনের নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে ইসরাইলি কর্তৃপক্ষ।

সংবাদ সূত্রঃ মিডল ইস্ট আই