জেনেভায় আগামী জুন মাসে বৈঠকে বসবেন বাইডেন-পুতিন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আগামী ১৬ জুন সুইজারল্যান্ডের জেনেভায় দুই প্রেসিডেন্টের বৈঠক হবে বলে জানিয়েছে হোয়াইট হাউজ।

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ, ইউক্রেন, সাইবার হামলা এবং রাশিয়ার নতুন পারমাণবিক অস্ত্র মোতায়েনের পদক্ষেপ নিয়ে চলমান উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে দুই প্রেসিডেন্ট প্রথম মুখোমুখি বৈঠক করতে যাচ্ছেন। হোয়াইট হাউসের প্রেস সচিব জেন সাকি বলেন, \”গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে নেতারা আলোচনা করবেন। আমরা রুশ-মার্কিন সম্পর্কের স্থিতিশীলতা চাই।\”

অন্যদিকে এক বিবৃতিতে ক্রেমলিন জানিয়েছে, \”দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করবেন দুই নেতা। এসব ইস্যুর মধ্যে রয়েছে পারমাণবিক স্থিতিশীলতা, করোনার বিরুদ্ধে লড়াই এবং আঞ্চলিক সংঘাত।\”

উন্নত দেশগুলোর জোট জি-৭ এবং ন্যাটো জোটের মিত্রদেশগুলোর সঙ্গে পরপর বৈঠক শেষে পুতিনের মুখোমুখি হতে যাচ্ছেন বাইডেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বৈঠক শেষে জেনেভা থেকে ব্রাসেলসে যাবেন।

সংবাদ সূত্রঃ রয়টার্স