কাশ্মীরে সন্দেহভাজন বিদ্রোহীদের গুলিতে ৫ ভারতীয় সেনা নিহত

সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে ভারত সরকারের কেন্দ্রশাসিত জন্মু অ্যান্ড কাশ্মীর রাজ্যের জম্মু এলাকার পঞ্চ জেলায়। এতে মৃত্যু হয়েছে ৫ ভারতীয় সেনার। হামলার পেছনে কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহীদের সন্দেহ করা হচ্ছে। আল জাজিরা দেশটির সেনা মুখপাত্রের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

আজ সোমবার ভারতীয় সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল দেবেন্দর আনন্দ জানিয়েছেন, ভারত-পাকিস্তান সীমান্ত লাইন অব কন্ট্রোলের কাছে হিমালয়ান এলাকার পাহাড় থেকে তল্লাশি অভিযান চলার সময় গুলির ঘটনা ঘটে। এ হামলায় একজন জুনিয়র কমিশনড অফিসার ও চার সেনার প্রাণহানি হয়েছে। হামলায় জড়িতদের ধরতে অভিযান চলছে।

গত ফ্রেব্রুয়ারিতে বিরোধপূর্ণ পাকিস্তান-ভারত সীমান্ত এলাকায় যুদ্ধবিরতি ঘোষণার পর সামরিক বাহিনীর উপর সবচেয়ে ভয়াবহ হামলার ঘটনা এটি। গত সপ্তাহের দিকে কাশ্মীরে ৭ বেসামরিক ব্যক্তিকে হত্যার ঘটনায় ৯শ জনকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী।

১৯৪৭ এ ভারত ও পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই কাশ্মীরের মালিকানা দাবি করে আসছে দুই প্রতিবেশি দেশ। ২০১৯ সালে কাশ্মীরের বিশেষ মর্যাদার সাংবিধানিক স্বীকৃতি বাতিল করলে নতুন করে উত্তেজনা ছড়ায় এই অঞ্চলে।

সংবাদ সূত্রঃ আলজাজিরা