মিসরে সংঘর্ষে ১৬ পুলিশ নিহত

মিসরে পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের সংঘর্ষে ১৪ পুলিশ কর্মকর্তাসহ মোট ১৬ জন পুলিশ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার দেশটির গিজা শহরে এ ঘটনা ঘটে বলে এনডিটিভি জানিয়েছে।

খবরে বলা হয়েছে, সন্ত্রাসীদের গ্রেফতার করতে অভিযানে গেলে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। এ সময় পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে সন্ত্রাসীদের ছোড়া গুলিতে ১৬ পুলিশ সদস্য নিহত হয়েছেন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি জানিয়েছে, বন্দুকযুদ্ধে বেশ কয়েক জন পুলিশ সদস্য নিহত ও আহত হয়েছেন। তবে এ সময় বেশ কয়েক জন সন্ত্রাসীও নিহত হয়েছে।

অবশ্য কতজন পুলিশ সদস্য এবং কতজন সন্ত্রাসী নিহত ও আহত হয়েছেন তা সুনির্দিষ্ট করে বিবৃবিতে জানানো হয়নি। সংঘর্ষের ঘটনায় বেশ কিছু প্রতিবেদনে ১৪ পুলিশ কর্মকর্তা নিহত এবং অন্য আটজন আহত হওয়ার বিষয়টি জানানো হয়েছে।

সম্প্রতিক সময়ে দেশটিতে মূলত পুলিশ ও সেনাবাহিনীকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটছে। ২০১৩ সালে সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির পতনের পর থেকে এ ধরনের হামলার ঘটনা বেড়ে গেছে। সেই সময় থেকে এখন পর্যন্ত বিভিন্ন হামলা, সঘর্ষ ও বন্দুকযুদ্ধে শতাধিক পুলিশ ও সেনা সদস্য নিহত হয়েছেন।

বাংলাদেশ সময় : ১৬৩৩ ঘণ্টা, ২১ অক্টোবর, ২০১৭,
লেটেস্টবিডিনিউজ.কম/এ