নাইজারে বন্দুকধারীদের হামলায় ১২ সেনার মৃত্যু

নাইজারে বন্দুকধারীদের হামলায় আধাসামরিক বাহিনীর কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন। দেশটির আয়োরৌ শহরে বন্দুকধারীরা পিক-আপ ও মোটরবাইকে করে এসে হামলা চালালে এই হতাহতের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করলে মালির সঙ্গে সীমান্তবর্তী এলাকায় উভয়পক্ষের মধ্যে লড়াইয়ের ঘটনা ঘটে।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলাকারীরা ভারী অস্ত্রশস্ত্রসহ মেশিন গান ও রকেট দিয়ে হামলা চালায়। তারা বলেছেন, এ সময় তারা চারটি গাড়ি ব্যবহার করে। প্রতিটি গাড়িতে ছিল ৭ জন করে।

দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, বন্দুকধারীরা মালি সীমান্ত পাড়ি দিয়ে নাইজারে ঢুকে এই হামলা চালিয়েছে।
তবে হামলাকারীদের পরিচয় সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মোহামেদ বাজুম বলেন, এটি নতুন হামলা। এ ঘটনায় ১২ জন সেনা নিহত হয়েছেন। আমরা অভিযান শুরু করেছি।

নাইজারের এই এলাকায় বেশকয়েকটি জঙ্গি গ্রুপ সক্রিয় রয়েছে। অক্টোবরের শুরুতে এই সীমান্তে অভিযানে চার নাইজার ও মার্কিন সেনা নিহত হয়েছিল। এরপরই সেখানে সন্ত্রাসবাদ মোকাবেলায় সেনা মোতায়েন করে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশটিতে ৬৪৫ জন আমেরিকান সেনা রয়েছে বলে গেলো জুনে মার্কিন কংগ্রেসকে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বাংলাদেশ সময়: ১২২৮ ঘণ্টা, ২২ অক্টোবর, ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/পিকে

Scroll to Top