২০ হাজার রুশ সেনা ইউক্রেন যুদ্ধে নিহত!

১৯ থেকে ২০ হাজার রুশ সেনা ইউক্রেনে চলমান আট সপ্তাহের যুদ্ধে নিহত হয়েছে বলে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাতকারে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

জেলেনস্কি বলেন, রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধে আড়াই থেকে তিন হাজার ইউক্রেনীয় সেনা নিহত হলেও রাশিয়ার সেনা নিহত হওয়ার সংখ্যাটা অনেক বেশি।

মার্চে রাশিয়া জানায়, চলমান যুদ্ধে তাদের ১ হাজার ৩৫১ জন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ হাজার ৮২৫ জন। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করে দেখেনি রয়টার্স।

গতকাল শুক্রবার রাতে দেওয়া এক ভিডিও বার্তায় নিজ দেশের সশস্ত্র বাহিনীর কাজের প্রশংসা করে জেলেনস্কি বলেন, ‘যুদ্ধক্ষেত্রে আমাদের সেনাবাহিনীর সাফল্য সত্যিই তাৎপর্যপূর্ণ। তবে দখলদারদের আমাদের ভূখণ্ড থেকে সরানোর জন্য তা যথেষ্ট নয়। তাদের পরাজিত করতে আমাদের আরও কিছু করতে হবে।’

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন শুরুর পর এখনো তুমুল লড়াই চলছে। যুদ্ধে বহু হতাহতের খবর পাওয়া গেছে। প্রতিদিনই ইউক্রেনের কোনো না কোনো শহর থেকে মরদেহ উদ্ধারের খবর পাওয়া যাচ্ছে।

সংবাদ সূত্রঃ সিএনএন