ইসরায়েলি সেনার গুলিতে আলজাজিরার সাংবাদিক শিরীন নিহত

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার একজন সাংবাদিককে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করেছে। নিহত ওই সাংবাদিকের নাম শিরীন আবু আকলেহ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে তাকে ইসরায়েলি সেনারা গুলি করে হত্যা করে।

এই তথ্য ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় নিশ্চিত করেছে। আজ বুধবার এক প্রতিবেদনে আলজাজিরা এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার জেনিন শহরের কাছে ইসরায়েলি নিরাপত্তা অভিযানের মধ্যে দায়িত্ব পালনের সময় ইহুদি এই দেশটির সেনাদের গুলিতে সাংবাদিক শিরীন নিহত হন।

আলজাজিরার সাংবাদিক নিদা ইব্রাহিম বলেছেন, কোন পরিস্থিতিতে শিরীন আবু আকলেহের মৃত্যু হয়েছে সেটি এখনো স্পষ্ট নয়। কিন্তু এই ঘটনায় সামনে আসা একটি ভিডিওতে শিরীনকে মাথায় গুলি করা হয়েছে বলে দেখা গেছে।

সংবাদ সূত্রঃ আলজাজিরা

Scroll to Top