পেরুর দক্ষিণাঞ্চলে অতর্কিত হামলায় ৭ পুলিশের মৃত্যু

পেরুর দক্ষিণাঞ্চলে বন্দুকধারীদের অতর্কিত হামলায় ৭ পুলিশ সদস্য নিহত হয়েছেন। হামলার সঙ্গে জড়িত এক পুলিশ সদস্য পলাতক রয়েছে।

শনিবার (১১ ফেব্রুয়ারি) দেশটির ভ্যালে দে লস রিওস অপুরিমাক, এনি ওয়াই মানতারোর (ভিআরএইএম) বনাঞ্চল এলাকার নাতিভিদাদ স্থানে এ ঘটনা ঘটে।

পুলিশ এখনও হামলার পেছনে কোনো গোষ্ঠীকে অভিযুক্ত করেনি। তবে, ওই এলাকায় মাওবাদী বিদ্রোহী গোষ্ঠী শাইনিং পাথের একটি অংশের সঙ্গে মাদক পাচারকারীদের সম্পর্ক রয়েছে বলে জানা গেছে। হালমার পেছনে তারা রয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে সাত পুলিশের মৃত্যুর ঘটনায় পেরুর ন্যাশনাল পুলিশ শোক প্রকাশ করেছে।

জাতীয় পুলিশ টুইটার বার্তায় বলেছে, ‘আমরা ভ্রায়েমের নাটিভিদাদ শহরের কেন্দ্রে একটি পুলিশের গাড়িতে টহল দেয়ার সময় অতর্কিত হামলায় নিহত আমাদের পুলিশ ভাইদের হারানোর জন্য দুঃখিত। সেখানে ৭ পুলিশ কর্মকর্তা মারা গেছে।’

ভিআরএইএম নামে বনাঞ্চলে পেরুর ৭৫ শতাংশ কোকেইন উৎপাদন হয়। একটি পার্বত্য অঞ্চল। এই অঞ্চলটিতে পুলিশ নিয়মিত অভিযান চালায়।

সূত্র : রয়টার্স

Scroll to Top