হিলারির সঙ্গে লাদেন!

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র জাকারভ সোমবার একটি ছবি নিয়ে প্রশ্ন রেখেছেন। ওই ছবিতে দেখা যাচ্ছে, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন আল কায়েদা নেতা ওসামা বিন লাদেনকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় এই ছবি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

গত বছর রাশিয়ার একটি টুইটার অ্যাকাউন্টে ছবিটি আসে। তবে বিবিসি জানায়, সত্যতা প্রমাণ করে দেখা গেছে, এই ছবিটি ভুয়া। ২০০৪ সালে এক অনুষ্ঠানে সংগীত শিল্পী সুভাশিস মুখার্জির সঙ্গে হাত মেলাচ্ছেন হিলারি ক্লিনটন। সুভাশিস মুখার্জির ছবির জায়গায় লাদেনের ছবি বসিয়ে দেয়া হয়েছে। বিবিসি।

বাংলাদেশ সময়: ১৪০৬ ঘণ্টা, ০১ নভেম্বর ২০১৭
লেটেস্টবিডিনিউজ.কম/এসডিএম