পতিতাদের আগমনে বিপাকে স্কুল!

সম্প্রতি জার্মানিতে নির্মাণকাজ বেড়েছে। ফলে নিজেদের বাসস্থান ও কাজের জায়গা হারিয়ে পতিতারা নেমেছেন রাস্তায়, এমনকি কোনো কোনো ক্ষেত্রে ঢুকে পড়ছেন স্কুলের সীমানাতেও। বার্লিনের এমন একটি স্কুল পতিতা ঠেকাতে নির্মাণ করেছে সীমানাপ্রাচীর।

বার্লিনের ফ্রানৎসোজিশেস গিমনাজিউম নামের হাইস্কুলটির এই দেয়াল ১.৮ মিটার (৫ ফুট ১১ ইঞ্চি) উঁচু বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সংবাদমাধ্যম। স্কুলটি কুরফ্যুরস্টেনস্ট্রাসের পাশেই অবস্থিত। বার্লিনবাসীর চলাচলে অতন্ত্য গুরুত্বপূর্ণ হলেও পতিতাবৃত্তির অন্যতম স্থান এই সড়ক। সারা দিন জুড়েই এই রাস্তায় গ্রাহকদের সঙ্গে দরকষাকষিতে ব্যস্ত থাকতে দেখা যায় পতিতাদের।

আবাসিক ভবন নির্মাণের কাজ বেড়ে যাওয়ায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অনেকক্ষেত্রেই সম্ভব হচ্ছে না পতিতাদের। ফলে আশেপাশের রাস্তা, এমনকি পাশের স্কুলেও সরে যেতে বাধ্য হচ্ছেন তারা। স্কুলের এলাকার মধ্যেই এখন পড়ে থাকতে দেখা যায় মাদকগ্রহণে ব্যবহৃত সিরিঞ্জ ও কনডম।

বার্লিনার সাইটুংকে স্কুল পরিদর্শক কারস্টেন স্পালেক বলেন, আমাদের কাছে অনেকবারই অভিযোগ এসেছে যে স্কুল চত্ত্বরে দিনের বেলাতেও নানা ধরনের মানুষের ঘোরাফেরা বেড়েছে, যাদের মধ্যে আছেন পতিতারাও। এই অবস্থা থেকে বাঁচতে স্কুল চত্ত্বরের চারপাশে একটা দেয়াল তুলতে বাধ্য হয়েছে শহর কর্তৃপক্ষ।

বার্লিনার সাইটুংকে শহর কর্তৃপক্ষের সমন্বয়ক মিশায়েল ক্লিনের্ট বলেন, পতিতারা এখানেই খায়, এখানেই দাঁড়িয়ে থাকে, ময়লা জিনিসপত্রও এখানেই ফেলে যায়। এমনকি তাদের পরিষ্কার হওয়ার জায়গা না থাকায় এখানেই তারা নিজেদের পরিষ্কারও করে।
তিনি জানান, প্রায় প্রতিদিন সকালে বিভিন্ন জায়গা থেকে পতিতাদের ভ্যানে করে ঠিক স্কুলের সামনে এনেই নামিয়ে দেয়া হয়। এই এলাকার অন্যান্য অনেক স্কুলও একই ধরনের সমস্যার কথা জানিয়েছে। সূত্র: ডয়চে ভেলে

বাংলাদেশ সময়: ১৩৩৮ ঘণ্টা, ২৬ আগস্ট ২০১৭

লেটেস্টবিডিনিউজ.কম/এসপি