ইসরাইলের সাথে সম্পর্কযুক্ত জাহাজে হামলা অব্যাহত থাকবে

ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের প্রধান আব্দুল মালেক আল-হুতি বলেছেন, লোহিত সাগর দিয়ে চলাচলকারী ইসরাইলের সঙ্গে সম্পর্কযুক্ত জাহাজের ওপর হামলা অব্যাহত থাকবে। তিনি সুস্পষ্ট করে বলেছেন, গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এই হামলা চলবে।

গত বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত এক ভাষণে আব্দুল মালেক আল-হুতি বলেন, ইহুদিবাদীদের অপরাধ অব্যাহত রাখার প্রধান কারণ হচ্ছে মার্কিন সরকারের অবস্থান।

তিনি বলেন, “আমেরিকা জোর দিয়ে বলে যে, গাজা সম্পূর্ণ অবরোধের মধ্যে থাকবে এবং রাফাহ ক্রসিং বন্ধ থাকবে। আমেরিকার কারণেই ফিলিস্তিনি জনগণের জন্য প্রয়োজনীয় সাহায্য এবং ত্রাণ সরবরাহ গাজায় প্রবেশ করছে না।

আনসারুল্লাহ প্রধান বলেন, ইহুদিবাদীদের অপরাধ অব্যাহত রাখার জন্য আমেরিকা তার সেনা কর্মকর্তাদের এই অঞ্চলে পাঠিয়েছে। ফিলিস্তিনি জনগণের চলমান অনাহারের সাথে আমেরিকা সরাসরি জড়িত। তারা গাজাবাসীকে হত্যার জন্য তারাই ইসরাইলকে বোমা দিচ্ছে।”

আব্দুল মালেক আল-হুতি আরো বলেন, আমেরিকা শুধু গজায় ওষুধ ও খাদ্যপ্রবেশে বাধা দিচ্ছে না, তারা ইয়েমেনের সাথেও সংঘাতে জড়িয়ে পড়েছে।

Scroll to Top