মালদ্বীপের কাছে মিনিকয় দ্বীপে ভারতের নৌ ঘাঁটি উদ্বোধন

মালদ্বীপের খুব কাছে \’গুরুত্বপূর্ণ\’ লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপ অঞ্চলে আইএনএস জটায়ু নামে একটি নৌ ঘাঁটি উদ্বোধন করেছে ভারত। খবর রয়টার্স।

গত বুধবার (৬ মার্চ) ওই ঘাঁটি চালু করার ঘোষণা দিয়েছে ভারতের নৌ বাহিনী।

এমন এক সময় এই নৌ ঘাঁটি চালু করার খবর আসলো, যার কয়েকদিন আগে থেকেই ভারতীয় সেনা প্রত্যাহারে দিল্লিকে চাপ প্রয়োগ অব্যাহত রেখেছে মালে।

রয়টার্স জানাচ্ছে, লাক্ষাদ্বীপের মিনিকয় দ্বীপে নতুন ঘাঁটিটি কয়েক বছর ধরে বানানো হচ্ছিল। ভারত মহাসাগরের পশ্চিম উপকূলে ভারতের সবচেয়ে দূরবর্তী ঘাঁটি এখন এটি। গত কয়েক দশকে মিনিকয় দ্বীপে ভারতীয় নৌ বাহিনীর স্বল্প উপস্থিতি ছিল।

এদিকে মালদ্বীপে অবস্থানরত ভারতীয় সেনাদের দ্রুত ফিরিয়ে নিতে নয়াদিল্লিকে চাপ প্রয়োগ করে চলেছে মালে। এর মধ্যেই দ্বীপরাষ্ট্রটির কাছে সামরিক উপস্থিতি জোরদারের অংশ হিসেবে ঘাঁটিটি স্থাপন করেছে ভারতের নৌবাহিনী।

গেল বছর মালদ্বীপের চীনপন্থি রাজনীতিক হিসেবে পরিচিত মোহামেদ মুইজ্জু ভারতীয় সামরিক বাহিনীর সদস্যদের দেশ থেকে তাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণা চালান। নির্বাচনে ভারত-বিরোধী অবস্থানের কারণে জনসাধারণের বিপুল সমর্থন পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি। তবে মুইজ্জু প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ভারত ও মালদ্বীপের দ্বিপক্ষীয় সম্পর্কের চরম অবনতি ঘটে।

নির্বাচিত হওয়ার পরপরই নয়াদিল্লিকে মালদ্বীপে অবস্থানরত ৮৯ ভারতীয় সেনা ও নিরাপত্তা কর্মীকে প্রত্যাহার করে নেয়ার আল্টিমেটাম দেন মুইজ্জু। পরে এ বিষয়ে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের বৈঠকও হয়।

সেই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ মার্চের মধ্যে ভারতীয় সেনাদের প্রথম ব্যাচটি মালদ্বীপ ত্যাগ করবে। এছাড়া বাকি সেনাদের আগামী দুই মাসের মধ্যে মালদ্বীপ ত্যাগ করার কথা রয়েছে।

Scroll to Top