৯৬তম অস্কার, সেরা সিনেমা ওপেনহেইমার

নানান জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে অস্কার জিতে নিলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পটভূমিতে নির্মিত সিনেমা ‘ওপেনহাইমার’।

বাংলাদেশে সময় আজ সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে সেরা চলচ্চিত্র হিসেবে সিনেমাটির নাম ঘোষণা করা হয়।

অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পাওয়ার পর অনেক বিশ্লেষক অনুমান করেছিলেন, একাডেমি অ্যাওয়ার্ডসেও বাজিমাত করবে সিনেমাটি। শেষ পর্যন্ত সেটিই হলো। খবর এএফপি’র।

বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসেছে ৯৬তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। সেখানে অনুষ্ঠানের শেষ দিকে ঘোষণা করা হয় বহুপ্রতীক্ষিত সেরা সিনেমার নাম। জানা যায়, এবার সেরা ছবি হয়েছে ‘ওপেনহেইমার’।

এর আগে, এ সিনেমার জন্য সেরা পরিচালকের পুরস্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান। সেরা অভিনেতা হয়েছেন কিলিয়ান মার্ফি, পার্শ্ব চরিত্রে সেরা অভিনেতা হয়েছেন রবার্ট ডাউনি জুনিয়র। সব মিলিয়ে এবারের অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।

Scroll to Top