সৌদিতে ঈদের ছুটি টানা ৬ দিন

 

পবিত্র ঈদুল ফিতরের ছুটি ঘোষণা করেছে সৌদি আরব। দেশটির নাগরিকরা সাপ্তাহিক দুদিনসহ মোট ছয় দিনের ছুটি কাটাতে পারবেন। আগামী ৮ এপ্রিল (সোমবার) থেকে এই ছুটি শুরু হবে। খবর গালফ নিউজের।

ঘোষণা অনুযায়ী, ঈদের ছুটি আগামী ৮ এপ্রিল (সোমবার) থেকে ১১ এপ্রিল (বৃহস্পতিবার) পর্যন্ত। কিন্তু এর পরের দুই দিন সপ্তাহিক বন্ধ থাকায় দেশটির নাগরিকরা টানা ছয় দিনের ছুটি পাবেন।

আজ রোববার (২৪ মার্চ) ছুটির বিষয়টি নিশ্চিত করেছে সৌদির মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয়।

পবিত্র রমজান মাস শেষ হওয়ার পর পালিত হয় ঈদুল ফিতর। ইংরেজি মাসগুলো ৩০ ও ৩১ দিনের হলেও আরবি মাসগুলো সাধারণত ২৯ ও ৩০ দিনের হয়। এ বছর সৌদিতে পবিত্র রমজান মাস শুরু হয়েছে ১১ মার্চ থেকে। রমজান মাস ৩০ দিনের হলে সেখানে ১০ এপ্রিল ঈদ হবে। আর ২৯ দিনের হলে ঈদ হবে ৯ এপ্রিল।

রমজান মাসে বিশ্বের ১৮০ কোটি মুসলিম রোজা রাখেন। এই মাসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের পানাহার থেকে বিরত থাকেন তারা। রোজার মাসে ধর্মীয় কার্যকলাপে মনোযোগ দেন ধর্মপ্রাণ মুসল্লিরা। রমজান মাস শেষে আসে খুশির ঈদ। এই দিনে বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজন সবাই একত্র হয় এবং দিনটি আনন্দের সঙ্গে উদযাপন করে। ঈদের দিন একে-অপরকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি উপহারও দিয়ে থাকেন। এছাড়া একসঙ্গে খাওয়া-দাওয়া করে থাকেন অনেকে।

Scroll to Top