pakistan1

আফগান সীমান্তে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২৯

পাকিস্তানের আফগান সীমান্তবর্তী এলাকায় চালিয়েছে দেশটির সেনাবাহিনীর অভিযানে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। আইএসপিআরের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ডন।

পাকিস্তানের সামরিক বাহিনী বলেছে, আফগানিস্তান থেকে সাম্প্রতিক সন্ত্রাসী হামলা এবং আন্তঃসীমান্ত জঙ্গি অনুপ্রবেশের প্রচেষ্টার বিরুদ্ধে তাদের অভিযানে গত মাসে ২৯ জন নিহত হয়েছে।

তারা খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তান সীমান্ত প্রদেশের কিছু অংশের ওপর নজর রাখছে। এতে উল্লেখ করা হয়েছে, এক সপ্তাহ আগে একটি অভিযানে সেনাবাহিনীর একজন মেজরও নিহত হয়েছিল।

ইসলামাবাদ আফগান অংশে “কার্যকর সীমান্ত ব্যবস্থাপনা নিশ্চিত করতে” কাবুলের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করে বলেছে, তালিবান সরকার “তার বাধ্যবাধকতা পূরণ করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে সন্ত্রাসীদের আফগানিস্তানকে ব্যবহার করতে দেবে না বলে আশা করা হচ্ছে।”

পাকিস্তানের এই দাবির বিষয়ে আফগান কর্তৃপক্ষের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Scroll to Top