da

নিপুণের নামে ৬৪ জেলায় মামলা হবে: ডিএ তায়েব

গেল মাসে অনুষ্ঠিত শিল্পী সমিতির নির্বাচন নিয়ে শিল্পীদের মধ্যে চলছে পাল্টাপাল্টি অভিযোগ। বিশেষ করে সাধারণ সম্পাদক পদটি নিয়ে হাইকোর্টে নিপুণের রিটের পর প্রতিদিনই এ নিয়ে কথা হচ্ছে। প্রকাশ্যে আসছে পাল্টাপাল্টি অভিযোগও। বিষয়টি সুষ্ঠু সমাধানের জন্য গতকাল বুধবার বিকেলে এফডিসিতে জরুরি বৈঠকে বসে চলচ্চিত্রের ১৯টি সংগঠন।

সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিল্পী সমিতির সহ-সভাপতি অভিনেতা ডিএ তায়েব জানান, অভিনেত্রী নিপুণ আক্তারের নামে ৬৪ জেলায় মামলা করা হবে বলে।

তিনি বলেন, ‘ওনার (নিপুণ) বিরুদ্ধে ৬৪ জেলায় মামলা হচ্ছে। আমার ভক্তরা তার বিরুদ্ধে জেলায় জেলায় মামলা করবে। তারা এরই মধ্যে সবকিছু রেডি করে ফেলেছে। ৫০১ ধারায় মামলা করবে। আমার ভক্তরা মনে করছে নিপুণ আমার মানহানি করেছেন। সে জন্য তারা নিপুণের নামে মামলা করবে।’

ডিএ তায়েব আরও বলেন, ‘যেহেতু চলমান পরিস্থিতি নিয়ে অনেকেই অশালীন কথাবার্তা বলছে। ফলে শিল্পী সমাজের মানক্ষুন্ন হচ্ছে। সে বিষয়টি আমরা ১৮ সংগঠনের কাছে উথ্থাপন করেছি। তারা আমাদের আশ্বস্ত করেছেন। পরবর্তীতে যেন এসব বিষয় আর না হয়।

হাইকোর্টে নিপুণের রিট করার প্রসঙ্গে ডিএ তায়েব বলেন, ‘শিল্পী সমিতির সঙ্গে ১৮ সংগঠনের পরিচিত ও মতবিনিময় সভা ছিল। আপনারা জানেন শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের পদ নিয়ে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে সেটি এখন বিজ্ঞ আদালতের বিষয়। আদালতের ওপর আমরা শ্রদ্ধাশীল। সেটা আমরা আইনের মাধ্যমেই মোকাবিলা করব।’

এদিকে, বৈঠকে ১৯ সংগঠনের সিদ্ধান্তের বিষয়ে প্রযোজক মোহাম্মাদ ইকবাল বলেন, ‘১৯ সংগঠনের মতবিনিময় অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মধ্যে শিল্পী সমিতির চলমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। বিশৃঙ্খল কথাবার্তার জন্য দুই পক্ষকেই চিঠি দেওয়া হবে। যেন ভবিষ্যতে কথা বলার ক্ষেত্রে তারা আরও সতর্ক থাকে। আমার এফডিসিতে কোনো রকম ঝামেলা চাই না আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’

Scroll to Top