israel11

ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহারের দাবি, হিজবুল্লাহর

প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে নতুন অস্ত্র ব্যবহার করেছে বলে দাবি করেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এক বিবৃতিতে গোষ্ঠীটি জানিয়েছে, প্রথমবারের মতো তারা দেশের উত্তরাঞ্চলে ইসরায়েলি সামরিক কমান্ড সেন্টারে ফালাক-২ রকেট নিক্ষেপ করেছে।

একটি নিরাপত্তা সূত্র রয়টার্সকে জানিয়েছে, এর আগে কয়েক ডজনবার ফালাক-১ নিক্ষেপের পর এই প্রথম এ ধরনের রকেট ব্যবহার করেছে গোষ্ঠীটি। এই হামলায় ইসরায়েলে হতাহত হয়েছে কি না তা জানা যায়নি।

ইসরায়েলের স্থানীয় গণমাধ্যমও হিজবুল্লাহর নতুন ধরনের অস্ত্রের ব্যবহারের খবর প্রকাশ করেছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলের হামলায় দুইজন নিহত হয়েছে।

ইসরায়েলি বাহিনী গত অক্টোবরে ফিলিস্তিনের গাজা উপতক্যায় হামলা শুরুর পর থেকে এর প্রতিবাদে ইসরায়েলে সামরিক বাহিনীর অবস্থান নিশানা করে প্রায় প্রতিদিন হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। এর জবাবে ইসরায়েলও লেবাননে পাল্টা হামলা চালিয়ে আসছে।

Scroll to Top